Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটবলার ভাইয়ের বিয়ের ‘বর’ আরেক ভাই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৫:২৬ পিএম

ক্লাব ছুটি না দেওয়ায় এক ভাইয়ের বিয়েতে ‘বর’ সাজতে হলো আরেক ভাইকে। বিয়ের আচার-আনুষ্ঠানিকতা থেকে শুরু করে সবকিছু সারতে হয়েছে সিয়েরা লিওনের ফরোয়ার্ড মোহামেদ বুইয়া তুরের সহোদরকে!

সম্প্রতি এই বিস্ময়কর ও অবিশ্বাস্য গল্পই ছেপেছে সুইডেনের পত্রিকা আফটেনব্লাডেট। তুরে নিজেই জানিয়েছেন তার জীবনের সবচেয়ে বড় উপলক্ষ বিয়েতে ঘটে যাওয়া ঘটনা।

গত ২২ জুলাই বিয়ের পরিকল্পনা সাজিয়েছিলেন তুরে। বিয়ের জন্য ছুটিও চেয়েছিলেন সুইডেনের দল মালমো এফএফ-এর কাছে। কিন্তু কর্তৃপক্ষ তার ছুটি মঞ্জুর না করে ক্লাবে যোগ দিতে বলেন।

কী আর করা! বিয়ে তোর আর ভেঙে দেয়া যায়না। তুরের হয়ে তার ভাই সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। অবশ্য আগেই নববধুর সঙ্গে ছবি তোলার কাজটি সেরে নিয়েছিলেন এই ফরোয়ার্ড, যাতে সবকিছু ‘আসল’ দেখায়!

“সিয়েরা লিওনে আমাদের বিয়ের দিন ছিল ২১ জুলাই। কিন্তু আমি সেখানে থাকতে পারিনি, কেননা মালমো আমাকে আগেভাগে ক্লাবে যোগ দিতে বলেছিল। তবে আগেই আমরা ছবি তুলে রেখেছিলাম, যাতে করে মনে হয় আমি সেখানে (বিয়েতে) ছিলাম, কিন্তু আমি সেখানে ছিলাম না। বিয়েতে আমার প্রতিনিধিত্ব করেছিল আমার ভাই।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ