Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিষিক্ত নুনেসের নৈপুণ্যে রক্ষা লিভারপুলের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ৮:০২ পিএম | আপডেট : ৮:১০ পিএম, ৬ আগস্ট, ২০২২

প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে অভিষেকে ম্যাচেই জ্বলে উঠলেন নুনেস। উরুগুয়ের এই ফরোয়ার্ড নিজে গোল করলেন ও করালেন। নুনেসের নৈপুণ্যে হার থেকে রক্ষা পেলে লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ২-২ ড্র করেছে গতবারের রানার্সআপরা। ফুলহ্যামের হয়ে গোল দুটি করেন আলেকসান্দার মিত্রোভিচ।

শিরোপা জয়ে মৌসুমের শুরু কলেও প্রিমিয়ার লিগ অভিযানের সূচনাটা ভালো হলো না লিভারপুলের। নবাগত ফুলহ্যামের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে হারের হারের শঙ্কায় পড়েছিল তারা। দারউইন নুনেস ও মোহামেদ সালাহর গোলে এক পয়েন্ট নিয়ে ফিরল ইয়ুর্গেন ক্লপের দল।


ম্যাচের ৩২ মিনিটে মিত্রোভিচ ফুলহ্যামকে এগিয়ে নেন আলেকসান্দার মিত্রোভিচ। ৬৬ মিনিটে লিভারপুলকে ১-১ সমতায় ফেরান অভিষিক্ত নুনেস। এরপর ৭২ মিনিটে আবারও আলেকসান্দার মিত্রোভিচের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফুলহ্যাম। ৮ মিনিট পর ম্যাচের ৮০ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ