Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডা. শামীম আরা সভাপতি ও ডা. মোস্তাফা কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

এনাটমিক্যাল সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ৭:৪৮ পিএম

হলি ফ্যামিলী মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রফেসর ডা. শামিম আরা সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএইচএম মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করে এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২২-২০২৪) সম্পন্ন হয়েছে। শনিবার (৬ আগস্ট) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এনাটমিক্যাল সোসাইটির এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চারশ সদস্য আগামি দুই বছরের জন্য তাদের নেতা নির্বাচিত করেন। নির্বাচনে ২৭ জন কার্যনির্বাহী কমিটির নেতা নির্বাচিত হন। নির্বাচন পরিচালক বোর্ডের সভাপতি ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আহসান হাবীব, সদস্যসচিব প্রফেসর ডা. মো. আব্দুর রশিদ ও সদস্য ডা. রেজুয়ানা সাবা সিলভিয়া।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হন প্রফেসর শামীম আরা, তিনজন সহ-সভাপতির মধ্যে প্রফেসর হুমায়রা নাওসাবা (সিনিয়র সহ-সভাপতি), প্রফেসর ডা. উত্তম কুমার পাল ও প্রফেসর ডা. শাহনাজ বেগম। সাধারণ সম্পাদক ডা. মো. এএইচএম মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. সেগুপ্তা কিশোয়ারা, দুইজন যুগ্ম-সম্পাদকের মধ্যে প্রফেসর ডা. খন্দকার আবু রায়হান ও প্রফেসর ডা. ফখরুল আমিন মোহাম্মদ হাসানুল বান্না, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডা. মুশফিকা রহমান, বৈজ্ঞানিক সম্পাদক প্রফেসর ডা. রোকশানা আহমেদ, দপ্তর সম্পাদক ডা. তোনাজ্জিনা কাওসার, প্রচার সম্পাদক ডা. লায়লা ফারজানা খান, সংস্কৃতিক সম্পাদক প্রফেসর ডা. রিতা রাণী সাহা ও সমাজকল্যাণ সম্পাদক প্রফেসর ডা. আরজুমান নাহার।

কার্যনির্বাহী কমিটির ১৩জন সদস্যদের মধ্যে রয়েছেন প্রফেসর ডা. এসএম আকরাম হোসেন, প্রফেসর ডা. মো. আবু তাহের, প্রফেসর ডা. মো. আসাদ হোসেন, প্রফেসর ডা. এবিএম ওমর ফারুক, প্রফেসর ডা. মো. শামীম আহমেদ, প্রফেসর ডা. পঙ্কজ পাল, ডা. নাহিদ ফারহানা আমিন, ডা. ফারহানা আক্তার, ডা. আশরাফুল আজিম, ডা. মো. তৌহিদুল আলম, ডা. সাগানা শাহরিন চৌধুরী, ডা. মো. মহিবুল হাসান খান ও ডা. তানভীর ফয়সাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ