মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইহুদিবাদী ইসরাইলের নজরদারিবিহীন পরমাণু কর্মসূচির সমালোচনা করেছে সউদী আরব। জাতিসংঘে নিযুক্ত সউদী আরবের নতুন স্থায়ী প্রতিনিধি আব্দুল আজিজ আল-ওয়াসিল এই সমালোচনা করেন। ইসরাইলের নজরদারিবিহীন পরমাণু কর্মসূচি সম্পর্কে তিনি উদ্বেগ জানিয়ে বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে যোগ দেয়ার ব্যাপারে ইসরাইল যে অস্বীকৃতি জানিয়েছে সেটি মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। এনপিটি পর্যালোচনা বিষয়ক জাতিসংঘ যে দশম সম্মেলনের আয়োজন করেছে তাতে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল আজিজ আল-ওয়াসিল এসব কথা বলেন।
তিনি বলেন, যেসব দেশের পরমাণু কর্মসূচি নেই তারা যাতে পরমাণু জ্বালানি তৈরি এবং তা ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা পায় সেটিই ছিল এনপিটির লক্ষ্য। কিন্তু ইসরাইল আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই চুক্তির প্রতি সম্মান দেখানোর বিষয়টি বারবার প্রত্যাখ্যান করে আসছে।
ইহুদিবাদী ইসরাইল বহু আগে থেকেই নিজের পরমাণু কর্মসূচি গোপন রেখেছে এবং তারা ইচ্ছা করে এ ব্যাপারে একটি অস্পষ্টতা তৈরি করেছে। ধারণা করা হয়- ইসরাইলের হাতে ২০০ থেকে ৪০০টি পরমাণু ওয়ারহেডড রয়েছে। ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তি যাদের হাতে পরমাণু রয়েছে। সূত্র : পার্স টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।