Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও ফাইনালে ভারতে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১০:৪২ পিএম | আপডেট : ১০:৪৫ পিএম, ৫ আগস্ট, ২০২২

আবারও ফাইনালে ভারতে স্বপ্ন ভঙ্গের বিষাদে নীল হলো বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ৫-২ গোলে হেরেছে বাংলাদেশ। ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে

 

স্বাগতিকদের জয়ে ৪ গোল করেছেন গুরকিরাত সিং, অন্য গোলটি হিমাংশু জাংরার।

 

২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এ প্রতিযোগিতার ফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার রাউন্ড রবিন লিগের সেরা দল হওয়ার পথে ভারতকে একই ব্যবধানে হারিয়েছিল দল। ফাইনাল নিয়ে তাই আশার পারদও চড়েছিল উঁচুতে। কিন্তু অতিরিক্ত সময়ের ব্যর্থতার মিলিয়ে গেল তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ