Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্বাচনে মাহাথিরের নতুন জোট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বে নতুন জোট গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জোট গঠনের ঘোষণা দিয়ে এর চেয়ারম্যান ড. মাহাথির জানান, নতুন ‘গেরাকান তানাহ এয়ার’ (মাতৃভূমি আন্দোলন) দেশটির মালয় সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে প্রার্থী দেবে। এতে আরো বলা হয়, নতুন জোটে ৪ ছোট রাজনৈতিক দল—মাহাথিরের নেতৃত্বাধীন পার্টি পেজুয়াং তানাহ এয়ার, সাবেক উপমন্ত্রী ইব্রাহিম আলির নেতৃত্বাধীন পার্টি বুমিপুতেরা পেরকাসা মালয়েশিয়া (পুত্রা), পার্টি বারিসান জেমাহ ইসলামিয়াহ সে-মালয়েশিয়া (বেরজাসা) ও ন্যাশনাল ইন্ডিয়ান মুসলিম অ্যালায়েন্স পার্টি (ইমান) রয়েছে। এগুলো মধ্যে পার্লামেন্টে শুধু মাহাথিরের নেতৃত্বাধীন দলের ৪ আসন রয়েছে। নিয়ম অনুযায়ী আগামী বছর সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেসময় পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে এই জোট ১২০ আসনে প্রার্থী দেবে। অনেকেই ধারণা করছেন, এই নির্বাচন আগামী কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। ৯৭ বছর বয়সী মাহাথির বলেন, ‘বেসরকারি সংগঠন, শিক্ষাবিদ ও সুশীল সমাজের মানুষও এই নতুন আন্দোলনে যোগ দিয়েছেন। স্ট্রেইটস টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ