Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের অনুমতি ছাড়া ৪ রোহিঙ্গা মহিলাকে ফেরানো যাবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

সাজার মেয়াদ ফুরালেও আদালতের অনুমতি ছাড়া বিদেশে পাঠানো যাবে না ৪ রোহিঙ্গা মহিলাকে। এক নির্দেশে এমনই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। ২০১৬ সালে মিয়ানমার সেনার অভিযানের মুখে দেশ ছাড়েন লাখ লাখ রোহিঙ্গা। তাদের মধ্যে বেশ কিছু ভারতে আশ্রয় নেন। মালদা সীমান্তে সন্তানসহ ধরা পড়ে ৪ রোহিঙ্গা মহিলা। বিচারে তাদের ৩ বছরের জেল ও ১৫ হাজার টাকা জরিমানা হয়। সেই সাজার মেয়াদ ফুরানোর পর তাঁদের কেন্দ্রীয় সরকার মায়ানমারে ফেরত পাঠাতে পারে বলে জানতে পারেন ওই ৪ মহিলা। এর পরই আদালতের দ্বারস্থ হন তারা। হামিদা বেগম, আয়েশা বেগম, তসলিমা বেগম ও ফতেমা বেগম নামে ওই ৪ মহিলার হয়ে আদালতের দ্বারস্থ হন তাঁদের আইনজীবী আরফিন বেগম। আদালতের কাছে তারা আর্জি জানান, তাদের যেন মায়ানমারে ফেরত পাঠানো না হয়। ভারতেই থাকতে চান তারা তাদের কাছে উদ্বাস্তু শংসাপত্র রয়েছে। মামলার শুনানিতে রাজ্য ও কেন্দ্রের তরফে জানানো হয়, ওই মহিলাদের দেশে ফেরত পাঠানোর কোনও পরিকল্পনা নেই তাদের। এর পরই বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, ‘দমদম সংশোধনাগারে বন্দি ওই ৪ মহিলাকে আদালতের অনুমতি ছাড়া দেশে ফেরত পাঠানো যাবে না। সংশোধনাগারে তারা যেন বেঁচে থাকার যাবতীয় রসদ পায় তার খেয়াল রাখতে হবে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ