Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদে নববীতে স্লোগান ৬ জনের কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সউদী আরব সফরের সময় মদিনায় মসজিদে নববির পবিত্রতা লঙ্ঘনের জন্য ৬ জন পাকিস্তানি নাগরিককে দোষী সাব্যস্ত করা হয়েছে। মদিনার একটি আদালত আনাস, ইরশাদ, মুহাম্মাদ সেলিমকে ১০ বছরের জেল এবং খাজা লুকমান, মুহাম্মদ আফজাল এবং গোলাম মুহাম্মাদকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে। দোষীদের প্রত্যেকের ২০ হাজার সউদী রিয়াল জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বেসরকারি টিভি চ্যানেল। এ বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার প্রতিনিধিদলের সদস্যরা মসজিদে নববিতে প্রবেশ করেন। তখন পিটিআই সমর্থক একদল বিক্ষোভকারী মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে উচ্চস্বরে সেøাগান দেয়। প্রধানমন্ত্রী শাহবাজ এবং তার প্রতিনিধিদলের মসজিদে আগমনের পর বিক্ষোভকারীরা তাদের দেখে ‘চোর, চোর’ বলে সেøাগান দেয়। দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ