Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেইজিংয়ে হবে ‘২০২০ বিশ্ব রোবট সম্মেলন’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

‘বিশ্ব রোবট সম্মেলন-২০২২’ ১৮ থেকে ২১ অগাস্ট পর্যন্ত বেইজিংয়ের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্মেলনে ফোরাম, প্রদর্শনী ও প্রতিযোগিতা তিনটি প্রধান বিভাগ স্থাপন করে হয়েছে। এতে ২৩টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমর্থন দেবে। রোবট শিল্পে উন্নত একাডেমিক সাফল্য এবং উন্নয়নের প্রবণতা ভাগাভাগি করতে সম্মেলনে ‘টুরিং পুরস্কার বিজয়ী’ এবং দেশ-বিদেশের অ্যাকাডেমিশিয়ানসহ প্রভাবশালী অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে প্রথমবার ‘রোবট ও ব্যবহারের দৃশ্য’ প্রদর্শন করা হচ্ছে। শতাধিক দেশি-বিদেশি রোবট-সংক্রান্ত প্রতিষ্ঠান ৫ শতাধিক প্রদর্শনী তুলে ধরবে। তাছাড়া, রোবট মহলের ‘অলিম্পিক’ নামে পরিচিত বিশ্ব রোবট প্রতিযোগিতার টুর্নামেন্টও শুরু হবে। এবারের সম্মেলনে ‘হিউম্যানয়েড রোবট জোনও’ প্রথমবার দেখা যাবে। শতাধিক ‘রোবট কুকুর’ নৃত্যের মাধ্যমে দর্শকদের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে চমৎকার অবস্থা দেখাবে। সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ