Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজার বলে ফিরে গেলেন তামিম,বাংলাদেশ ১২৪/১

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ৩:১৪ পিএম | আপডেট : ৩:২৭ পিএম, ৫ আগস্ট, ২০২২

টি-টোয়ন্টিতে সিরিজ হারলেও ওয়ানডে ক্রিকেটে স্বরূপে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন খেলা পর্যন্ত ২৬ ওভারে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২৪ রান।

তামিম ইকবাল ব্যক্তিগত ৬২ রানে সিকান্দার রাজার বলে বিনায় নেন। তবে ওপেনার লিটন ৪৬ রান নিয়ে ক্রিজে আছেন। সাথে ব্যাটিংয়ে নেমেছেন এনামুল হক বিজয়।

শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে জিম্বাবুয়ে অধিনায়ক রেজিস চাকাভা টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। হারের স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচটা হেরেছিল সেই ২০১৩ সালে। এরপর থেকে টানা ১৯ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আজও জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে তামিমরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ