Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইরানে দাতব্য সংস্থায় কর্মসংস্থান তৈরিতে নারীদের অবদান ৪২ ভাগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১১:০৪ পিএম

ইরানের বারেকাত চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে কর্মসংস্থান তৈরির পরিকল্পনায় নারী উদ্যোক্তাদের প্রায় ৪২ শতাংশ অবদান রয়েছে। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ তোরকামানেহ বুধবার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বারেকাত ফাউন্ডেশনে কর্মসংস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়নে রুটিওয়ালা এবং দুর্বল নারীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা ইরনার।

তোরকামানেহ আরও জানান, আজ অবধি দেশের স্বল্পোন্নত এলাকায় ২ লাখ ৩ হাজারটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৬ লাখ ১০ হাজার ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টি করেছে।

এতে ৪২ শতাংশ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে নারী উদ্যোক্তাদের অবদান রয়েছে।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ