Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন সিনেটে অনুমোদন পেল ফিনল্যান্ড ও সুইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৯:২৯ পিএম

মার্কিন সিনেট গতকাল বুধবার (৩ আগস্ট) ন্যাটোতে সুইডেন এবং ফিনল্যান্ডের প্রবেশকে অনুমোদন করেছে। ৩০টি ন্যাটো দেশের মধ্যে ২৩তম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ইতালি বুধবার এবং মঙ্গলবার ফ্রান্স এটি অনুমোদন দিয়েছিলো। বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সুইডেন এবং ফিনল্যান্ডের যোগদানের পক্ষে ৯৫-১ ভোটে এ অনুমোদন দিয়েছে সিনেট। একমাত্র প্রতিপক্ষ ছিলেন রিপাবলিকান জোশ হাওলি। যিনি যুক্তি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে তার স্বদেশ রক্ষার দিকে মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, ওয়াশিংটনকে ইউরোপের পরিবর্তে চীনের চ্যালেঞ্জের দিকে মনোনিবেশ করা উচিত।

প্রসঙ্গত, ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটো জোটে যোগদানের জন্য জোটের চুক্তি সংস্থার ৩০ জন সদস্যকেই অবশ্যই আনুষ্ঠানিকভাবে সম্মত হতে হবে।

ন্যাটোর একটি তালিকা অনুযায়ী, চেক প্রজাতন্ত্র, গ্রীস, হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্পেন এবং তুরস্ক তাদের প্রবেশে এখনও আনুষ্ঠানিকভাবে সম্মত হয়নি।

এদিকে ফিনল্যান্ড এবং সুইডেনকে তাদের সদস্যপদ সমর্থন করার জন্য কিছু শর্ত দিয়েছে তুরস্ক। আঙ্কারা তার সমর্থনের বিনিময়ে উভয় দেশের সন্ত্রাসী হিসাবে চিহ্নিত কয়েক ডজন সরকার বিরোধীদের প্রত্যর্পণের দাবি করেছে।

দেশ দুটি আঙ্কারার শর্তগুলো মেনে নেবে কিনা তা মূল্যায়ন করতে একটি বিশেষ কমিটি আগস্টে ফিনিশ এবং সুইডিশ কর্মকর্তাদের সাথে বৈঠকের কথা রয়েছে।

ন্যাটোর সদস্য পদ: ন্যাটের সদস্য পদ পেতে হলে জোটের ৩০ জন সদস্যের সবার অনুমোদনের দরকার হয়। সদস্যদের মধ্যে কেউ ভেটো দিলেই ন্যাটোতে প্রবেশ করা সম্ভব হবে না। ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোর দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী হিসেবে রয়েছে।

ন্যাটোর একটি তালিকা অনুযায়ী, চেক প্রজাতন্ত্র, গ্রিস, হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্পেন এবং তুরস্ক এখনও আনুষ্ঠানিকভাবে সম্মতি দেযনি। তুরস্ক শুরু থেকেই নর্ডিক দেশ দুটির বিরোধিতা করে আসছে। পরে সবশেষ মাদ্রিদ শীর্ষ সম্মেলনে তুরস্কের সাথে বিরোধ মিটিয়ে ফেলে তারা।

তুরস্ক, সুইডেন এবং ফিনল্যান্ড একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। তুরস্ক শর্ত দিয়েছে নর্ডিক দেশগুলোতে আশ্রয় পাওয়া পিকেক কুর্দি সন্ত্রাসীদের তুরস্কের হাতে তুলে দিতে হবে। স্টকহোম এবং হেলসিঙ্কি চুক্তিতে প্রতিশ্রুতি দিয়েছে।

কিন্তু বিশ্বব্যাপী স্বীকৃত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা সুইডিশ শহরগুলোতে তাদের সমর্থন বাড়াতে কার্যক্রম অব্যাহত রেখেছে। তুরস্ক সতর্ক করেছে, চুক্তির শর্ত না মানলে ন্যাটোতে প্রবেশ করতে পারবে না সুইডেন ও ফিনল্যান্ড। দেশ দুটি শর্ত মানছে কি-না, তা পর্যবেক্ষণে একটি কমিটিও করেছে তুরস্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ