Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর মহাখালীতে বাসের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৯:০৯ পিএম

রাজধানীর মহাখালীতে দায়িত্ব পালনকালে একটি যাত্রাবাহী বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম আব্দুল আজিজ মোল্লা (৪৫)। এ ঘটনায় বাস চালক মো. সুজনকে আটক এবং বাসটি জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া এ খবর বাসসকে নিশ্চিত করেছেন।

আবদুল আজিজ ঢাকা মহানগর গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায়। বর্তমানে তিনি উত্তরা এলাকায় থাকতেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালে আব্দুল আজিজের মৃত্যু হয়। বুধবার বিকেলে মহাখালী ফ্লাইওভারের ঢালে সেতু ভবনের বিপরীত পাশের প্রধান সড়কে বিকাশ পরিবহনের একটি যাত্রাবাহী বাসের ধাক্কায় এএসআই আবদুল আজিজ গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হলে সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের সহকারি পুলিশ কমিশনার আশফাক আহমেদ জানান, মহাখালী ফ্লাইওভারের ঢালে বিকাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ডিউটিরত অবস্থায় এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তার মাথার পেছনে আঘাত লাগে। তাকে উদ্ধার করে প্রথমে মহাখালী রেলগেটের পাশে ইউনিভার্সেল মেডিকেল কলেজের আইসিইউতে নেয়ার পর সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে আনা হয়। সেখানে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু। পরে রাতে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ