Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যুক্তরাষ্ট্র যেখানেই দাঁড়ায় বিশৃঙ্খলা ও দুর্যোগ নেমে আসে: চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৮:৫৫ পিএম

গতকাল (বুধবার) ন্যান্সি পেলোসি একটি বিবৃতিতে বলেছেন, ‘মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলকে তাইওয়ান সফরে নেতৃত্ব দেওয়া থেকে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান একসঙ্গে দাঁড়িয়ে আছে’।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা প্রায়ই মার্কিন রাজনীতিবিদদের বলতে শুনি যে, তারা কার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু ইতিহাস ও বাস্তব ঘটনা বারবার প্রমাণ করেছে যে, তারা যার পাশে এবং যেখানেই দাঁড়ায়, সেখানেই বিশৃঙ্খলা ও বিপর্যয় নেমে আসে।’

তিনি বলেন, ‘ইরাক, সিরিয়া, লিবিয়া এবং আফগানিস্তান তার বাস্তব দৃষ্টান্ত।’

কথিত ‘হংকংয়ের স্বাধীনতাকামী’ ও বিচ্ছিন্নতাবাদীরা তাদের সাথে দাঁড়াতে চায় উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, তারা এখন কী অবস্থায় আছে? সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ