Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিসি লিগ অব সুপার-পেটস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

হলিউড শীর্ষ পাঁচ

১. ডিসি লিগ অব সুপার-পেটস। ২. নোপ। ৩. থর : লাভ অ্যান্ড থান্ডার। ৪. মিনিয়ন্স : দ্য রাইজ অফ গ্রু। ৫. টপ গান : ম্যাভরিক।

জেরেড স্টার্ন পরিচালিত এনিমেটেড অ্যাডভেঞ্চার ফিল্ম। স্টার্ন ২০১৮’র ‘হ্যাপি অ্যানিভার্সারি’ পরিচালনা এবং বেশ কিছু ফিল্মের চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন। সুপার-ডগ ক্রিপ্টো (ভয়েস : ডোয়েইন জনসন) এবং সুপারম্যান (ভয়েস : জন ক্রাজিনস্কি) সব সময়কার সঙ্গী। মেট্রোপলিস শহরের অপরাধ দমনে তারা সবসময় পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এসেছে। সমস্যা হল সুপারম্যান আর জাস্টিস লিগের সব সুপারহিরো অপহৃত হয়ে গেলে সব দায়িত্ব এসে পড়ে ক্রিপ্টোর ওপর যা পালন করা অসম্ভব। সে খোঁয়াড়ে আটক সব সুপারপেট বন্ধুদের সাহায্য নিতে যায়। যার মধ্যে আছে- এইস দ্য হাউন্ড (ভয়েস : কেভিন হার্ট), পিবি দ্য পটবেলিড পিগ (ভয়েস : ভ্যানেসা বেয়ার), মের্টন দ্য টার্টল (ভয়েস : নাটাশা লিয়ন) এবং চিপ দ্য স্কুইরেল (ভয়েস : ডিয়েগো লুনা)। নিজের সুপারপাওয়ারকে পরীক্ষা তার বন্ধুদের ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্রিপ্টোকে শুধু মেট্রোপলিসের আইন রক্ষাই নয় সব অপহৃত সুপারহিরোদের উদ্ধার করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিসি লিগ অব সুপার-পেটস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ