Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুক্রবার প্রথম ওয়ানডে, জিম্বাবুয়েকে ভয় পাচ্ছে তামিমরা?

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৮:১৮ পিএম

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে ব্যর্থতার পর শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে নামছে তামিম ইকবালরা। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারায় ওয়ানডেতেও ভয় পাচ্ছে বাংলাদেশ! হারার স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫মিনিটে।

তার আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তামিম বলেন, নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে সব সময়ই বিপজ্জনক দল। তামিম বলেন, ‘দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। কিন্তু ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।’

সতর্ক তামিম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে জোর দিচ্ছেন, ‘এত দিন ধরে আমরা যেটা সঠিকভাবে করে এসেছি, সেটিই করতে হবে। আর যে জিনিসগুলো ঠিকঠাক করিনি, ভুল করেছি, সেগুলো ঠিক করতে হবে। মোটকথা, প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কঠিন পরিস্থিতিতেও আমরা যেন ভালো করতে পারি।’

ওয়ানডে ক্রিকেটে ২০১৩ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে কখনোই হারেনি বাংলাদেশ। জিতেছে টানা ১৯ ম্যাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ