Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় শেষ ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র নারী ফুটবল ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৭:১০ পিএম

কয়েক দিন আগেই ইতিহাস গড়ে দীর্ঘ ৫৬ বছর পর মহাদেশীয় শিরোপার স্বাদ পেয়েছে ইংল্যান্ড নারী ফুটবল দল। এবার চলতি বছরের ৭ অক্টোবর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বকাপ জয়ী যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের জন্য ছাড়া টিকিট ২৪ ঘণ্টার মধ্যে শেষ হয়েছে গেছে।

মঙ্গলবার (২ আগস্ট) ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানায় চলতি বছরের ৭ অক্টোবর ওয়েম্বলি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ডের মেয়েরা।

মঙ্গলবার বিকালেই ছাড়া হয় হয় ওই ম্যাচের টিকিট। বুধবার (৩ আগস্ট) হসপিটালিটি বক্স ছাড়া ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয় ম্যাচের ৬৫ হাজার টিকিট।

এর আগে টিকিট ছাড়ার প্রথম ঘণ্টাতেই এফএ’র ওয়েবসাইটে একসাথে ঢুকে পড়ে ৪৫ হাজার ফুটবল সমর্থক। এতেই ক্রাশ করে ওয়েবসাইট। সেই সময় টিকিট কেনায় বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত ২৪ ঘণ্টাতেই শেষ হয়েছে ম্যাচের সব টিকিট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ