নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গতবছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শুরু করে জিম্বাবুয়ে সফর পর্যন্ত ১২টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র ১টি। সর্বশেষ জিম্বাবুয়ে সফরেও ব্যর্থ। ৩ ম্যাচের সিরিজ হেরেছে ১-২ ব্যবধানে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
অধিনায়কত্বে পরিবর্তন করেই কোন কাজ হচ্ছে না। কিন্তু আজ বৃহস্পতিবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, অধিনায়কত্ব নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সাকিব ও মাহমুদউল্লাহসহ নেতৃত্বের ভাবনায় আছেন ৪ জন।
বিসিবি প্রধান পাপন বলছিলেন, ‘ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টির অধিনায়কের তালিকায় ৪ জনের নাম আছে। যে ৪ জনের নাম বললাম এর মধ্যে একজন না করেছে। সে তো হবে না স্বাভাবিকভাবে। এদের মধ্যে সোহান তো ইনজুরিতে।’
তবে কি ফের মাহমুদউল্লাহকে বসানো হবে কিনা বা পুরোনো কাউকেই নেতৃত্ব দেওয়া হিবে কি-না এমন প্রশ্নে পাপন বলেন, ‘এটা এখন যদি আমি বলে দিই, তাইলে আপনারা সব তো জেনেই যাবেন। সাকিব হচ্ছে কি, হচ্ছে না, এটা তো এখন আমি বলবো না।’
বিসিবি সভাপতি বললেন, ‘একসঙ্গে দল (এশিয়া কাপ) ও নেতৃত্ব দুটোই আপনারা জানবেন। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা যাবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।