Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ হয়ে যাচ্ছে রোনালদোর ক্যারিয়ার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৩:৪৩ পিএম

৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস নিয়ে বিশ্ব যখন প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ বোমা ফাটালেন! কোচ এরিক টেন হাগ জানালেন রোনালদোর ফিটনেসের ঘাটতির কথা!

তিনি জানিয়ে দিয়েছেন নিয়মিত একাদশে সুযোগ পেতে আগে ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে তাকে! ম্যানচেস্টার ইউনাইটেডে আর থাকতে চান না জানিয়ে দিয়েছেন আগেই, কিন্তু কোনো ক্লাব আগ্রহ না দেখানোয় এখনো নতুন ঠিকানা বেঁছে নিতে পারেননি।

এরিক টেন হাগ ইউনাইটেডের কোচ হয়ে আসার পর থেকে, সবচেয়ে বড় প্রশ্ন ছিল রোনালদো আদৌ তার পরিকল্পনায় থাকবেন কিনা! তবে একাধিকবার তিনি বলেছিলেন রোনালদো তার পরিকল্পনায় থাকবেন। টেন হাগ বলেন, “আমার মনে হয় সে (রোনালদো) পারবে (পরিকল্পনায় খাপ খাইয়ে নিতে পারবেন কিনা)। কিন্তু তার জন্য আগে তাকে ফিটনেস ফিরে পেতে হবে, সে মাত্র শুরু করলো।”

রোনালদো অতীতে নিজেকে একাধিকবার প্রমাণ করেছে, কিন্তু একজন খেলোয়াড় বর্তমানে কি করছে সেটা দেখেই তাকে বিবেচনা করবেন বলে জানান টেন হাগ।

“সে (রোনালদো) অসাধারণ ফুটবলার, এটা একাধিক প্রমাণ করেছে। কিন্তু আপনি এখন কি অবস্থায় আছেন, বর্তমানে কেমন পারফর্ম করছেন সেটা দেখেই আপনাকে বিচার করা উচিত” ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ