পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রোহিঙ্গা শরণার্থী সঙ্কট সমাধানে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে টেকসই শরণার্থী-হোস্ট ইকোসিস্টেম নিশ্চিত করার জন্য সংবাদপত্রের আরও সংবেদনশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের মত বিপদাপন্ন ও ঝুঁকির মধ্যে থাকা জনগোষ্ঠীকে নিয়ে প্রতিবেদন করার সময় সংবাদপত্রগুলোর জনতুষ্টিবাদ, স্টেরিওটাইপিং ও ভুক্তভোগীকে দোষারোপ করার নীতি পরিহার করতে হবে।
মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিন এবং জার্মান সংস্থা ডি ডব্লিউ একাডেমির যৌথ প্রয়াসে রোহিঙ্গা শরণার্থীদের উপর সংবাদপত্রের প্রতিবেদন নিয়ে করা একটি গবেষণা প্রতিবেদনে এই বিষয়গুলো উঠে আসে। ‘মিডিয়া ফ্রেমিং অফ রোহিঙ্গা রিফিউজি ইন সিলেক্টেড ন্যাশনাল এন্ড লোকাল নিউজপেপার অফ বাংলাদেশ’ শীর্ষক এই গবেষণাটি করেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ এর অধ্যাপক ড. দ্বীন মোহাম্মাদ সুমন রহমান। গতকাল বুধবার ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এই গবেষণাটি করার মূল উদ্দেশ্য হল রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর সংবাদ প্রকাশের দৃষ্টিভঙ্গি শনাক্ত করা ও তাদের নিয়ে সংবাদ প্রকাশের ধরণ কিরকম হওয়া উচিত তার সুপারিশ প্রণয়ন।
আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী। বাংলাদেশ তার সীমিত সম্পদ নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে সংহতির একটি প্রশংসনীয় উদাহরণ স্থাপন করেছে। শুরুতে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নিঃশর্ত সংহতির যে মনোভাব ছিল তা ক্রমশ হ্রাস পাচ্ছে। রোহিঙ্গা শরণার্থীদের জীবনমানের উন্নতির জন্য স্বাগতিক সম্প্রদায়ের ইতিবাচক মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা শরণার্থীদের সম্পর্কে স্বাগতিক সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরিতে সংবাদমাধ্যম সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বলেন, জার্মান রোহিঙ্গাদের অবাধ, স্বেচ্ছায় এবং নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দেয়। বাংলাদেশে আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু সাংবাদিকদের প্রতিবেদনকে সাংবাদিকতার দৃষ্টিভঙ্গির পাশাপাশি তাদের রাজনৈতিক মতামতও প্রভাবিত করে, সেহেতু রাজনীতিকরণের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুতে রিপোর্ট করার জন্য সাংবাদিকদের প্রভাবিত করার চেষ্টা করতে পারে।
ডি ডব্লিউ একাডেমির প্রোগ্রাম ডিরেক্টর আন্দ্রেয়া মার্শাল এবং আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার রুমকী ফারহানাসহ অনুষ্ঠানে সাংবাদিক, কূটনৈতিক, গবেষক, শিক্ষক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।