Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়া কাপে অনিশ্চিত সোহান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১২:০৬ এএম

আন্তর্জাতিক আঙিনায় নেতৃত্বের প্রথম পরীক্ষায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয় ও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় দিয়ে মিশ্র এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন নুরুল হাসান সোহান। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাওয়া এক চোট হাতাশার কারণ হয়েছে তরুণ এই উইকেটকিপার ব্যাটারের। আঙুলে পাওয়া সেই চোটের কারণে গোটা সফর থেকে ছিটকে যাওয়া সোহান গতপরশু রাতে দেশে ফিরেছেন। ফেরার পর এই ক্রিকেটারের সঙ্গী হয়েছে আরও কিছুটা শঙ্কা। অনাকাক্সিক্ষত সেই চোটে অনিশ্চয়তায় পড়ে গেছে সোহানের এশিয়া কাপও। তবে হাল ছাড়ছে না বিসিবি। এশিয়া কাপের মতো গুরুত্বপ‚র্ণ আসরে দারুণ ফর্মে থাকা উদীয়মান এই তারকাকে পেতে খুব শীঘ্রই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছে বিসিবি।
হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পেসার হাসান মাহমুদর করা একটি বল তালুবন্দি করতে গিয়ে বাম হাতে চোট পান উইকেটের পেছনে থাকা সোহান। ম্যাচ শেষে এক্স-রে থেকে জানা যায়, বাম হাতের তর্জনীতে গুরুতর চোটের কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই উইকেটকিপার ব্যাটারকে। একটি টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ অসম্প‚র্ণ রেখেই আগের দিন দেশে ফিরেছেন এই ক্রিকেটার। গতকাল বিসিবি স‚ত্র জানিয়েছে, সোহানের এশিয়া কাপে ফেরার শতভাগ নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। তাঁকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে দ্রæতই, ২/৩ দিনের মধ্যে সে চলে যাবে। সম্ভাব্য স্থান ইংল্যান্ড বা সিঙ্গাপুর; যেখানে ডাক্তারের এপয়েনমেন্ট আগে পাওয়া যাবে সেখানেই যাবে।
২৭ আগস্ট দুবাইতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। পরদিন একই মাঠে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। শারজাহ আফগানিস্তানের বিপক্ষে নামবে সাকিব আল হাসানের দল। ১ সেপ্টেম্বর দুবাইতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। পরের রাউন্ডে উঠতে পারলে আরও ম্যাচ পাবে বাংলাদেশ। না হলে ফিরতে হবে দুই ম্যাচ খেলেই। ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে। সবক’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
প্রাথমিকভাবে ১৫তম এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটে টালমাটাল শ্রীলঙ্কা থেকে আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয় টুর্নামেন্ট। তবে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই আসরের আয়োজক থাকছে দ্বীপ দেশটিই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ