Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়া-শিরিনদের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১২:০৬ এএম

গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ড্র করলেও উন্মুক্ত বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ। মেয়েদের বিভাগেও শারমীন সুলতানা শিরিন-নোশিন আঞ্জুমদের দাপুটে পারফরম্যান্সে জ্যামাইকাকে উড়িয়ে দিয়েছে দল। গতপরশু ভারতের চেন্নাইয়ে মহাবালিপুরামে উন্মুক্ত বিভাগে পঞ্চম রাউন্ডে আলবেনিয়াকে ৩.৫-০.৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। আগের রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে ২-২ ড্র করেছিল দল।
উন্মুক্ত বিভাগের খেলায় জয় পেয়েছেন দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ। মেয়েদের বিভাগে আগের রাউন্ডে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৪-০ এ হেরে আসা বাংলাদেশ পঞ্চম রাউন্ডে একই ব্যবধানে উড়িয়ে দিয়েছে জ্যামাইকাকে। দলের হয়ে খেলেছেন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও উম্মে তাসলিমা তালুকদার প্রভা।
পাঁচ ম্যাচে উন্মুক্ত বিভাগে ৭ পয়েন্ট বাংলাদেশের। মেয়েদের বিভাগে তাদের পয়েন্ট ৬। উন্মুক্ত বিভাগে পরের রাউন্ডে ডেনমার্ক ও মহিলা বিভাগে ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ