Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্থকে জুতা নিক্ষেপ এক নারীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১২:১৭ এএম

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় অভিযুক্ত বরখাস্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতের নির্দেশে মঙ্গলবার ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য ইএসআই হাসপাতালে নেওয়া হয়েছে। এদিন পার্থ চট্টেপাধ্যায়কে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন এক নারী। হাসপাতাল থেকে পার্থ স্বাস্থ্য পরীক্ষা করে বেরুনোর সময় তার গাড়ির দিকে জুতা ছোড়েন ওই নারী। যদিও সেটি পার্থের গায়ে লাগেনি। তার গাড়িতে লেগে পড়ে যায়। এদিন হাসপাতালে প্রবেশের সময় কোনও কথা বলেননি পার্থ। তবে তুমুল হট্টগোল, চিৎকার, চেঁচামেচির মধ্যেই বিস্ফোরক দাবি করেন অর্পিতা। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে অর্পিতা বলেন, ‘আমার অনুপস্থিতিতে রুপি রাখা হয়েছে।’ অর্থাৎ অর্পিতার দুইটি ফ্ল্যাট থেকে যে ৫০ কোটি রুপি উদ্ধার করেছে ইডি সেটি তার অনুপস্থিতিতে কেউ তার ফ্ল্যাটে রেখে গেছেন। হাসপাতাল থেকে বেরোনোর সময়ও একই কথা বলতে শোনা যায় তাকে। তার ভাষায়, ‘রুপি আমার না। আমার অজান্তে আমার ঘরে এই রুপি ঢোকানো হয়েছে।’ তার এই বক্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এদিন কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রথমে ইডির গাড়ি থেকে নামানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। বারবার সাংবাদিকরা নানা প্রশ্ন করেন তাকে। তবে মুখ খোলেননি তিনি। এরপরই গাড়ি থেকে নামানো হয় অর্পিতাকে। বসানো হয় হুইলচেয়ারে। এদিন তিনি দাবি করেন, তার অনুপস্থিতিতে এই রুপি তার বাড়িতে রাখা হয়েছিল। তাহলে কে বা কারা রেখেছিল সেই রুপি, সে জবাব অবশ্য দেননি তিনি। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ