Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে ভাঙার পার্টিতেই বিয়ে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১২:০৪ এএম

প্রায় ১০ বছরের বিবাহিত জীবন ভেঙে গিয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা গ্যাব্রিয়েলার। বিচ্ছেদে তিনি এতটাই ভেঙে পড়েন যে, বন্ধুরা পরামর্শ দেন, মন ভাল করতে একটি পার্টির আয়োজন করার। আর সেই পার্টিতেই নতুন জীবনসঙ্গী খুঁজে পেলেন গ্যাব্রিয়েলা। বিয়ে করলেন পার্টিতে খাবার পরিবেশন করতে আসা জন ল্যান্ডুলফিকে।

পেশায় শিক্ষিকা গ্যাব্রিয়েলা অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়ে তো দূরের কথা। বিচ্ছেদের পার্টিতে খাবার পরিবেশন করা বেয়ারার সঙ্গে সম্পর্কে জড়াবেন, এমন কথা কল্পনাতেও আসেনি তার। কিন্তু পার্টি শেষের পর রাতে হঠাৎ করেই তার মোবাইল ফোনে জন মেসেজ এসএমএস পাঠান। জন জানতে চান শরীর ঠিক আছে কি না। সেই থেকেই শুরু। এরপর থেকে কথাবার্তা বাড়তে থাকে। শেষ পর্যন্ত আলাপ গড়ায় প্রণয়ের দিকে।

স্ত্রীর সাথে জনের ছাড়াছাড়ি হয়ে গেছে। তার আগে থেকেই এক মেয়ে ছিল। সেই সন্তানকেও সাদরে গ্রহণ করেছেন গ্যাব্রিয়েলা। মেয়ের প্রতি জনের যত্ন দেখেই জনের প্রতি তিনি আরও আকৃষ্ট হয়ে পড়েন বলে জানিয়েছেন গ্যাব্রিয়েলা। অস্ট্রেলিয়ার রিয়ালটো টাওয়ারের উপরে গ্যাব্রিয়েলাকে বিয়ের প্রস্তাব দেন জন। সম্মতি জানাতে সময় নেননি তিনি। সূত্র : মেট্রো ইউকে, টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ