মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ‘গ্যালে ফেস গ্রিন’ উদ্যানের বিক্ষোভকারীদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। গোতাবায়া রাজাপাকশের পদত্যাগের জেরে দিন দশেক আগে নিরাপত্তা বাহিনীর হামলার পর আন্দোলনকারীরা সেখানে অবস্থান ধরে রাখা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে। আন্দোলনকারীদের এই বিভক্তির মধ্যে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে রবিবার জানান, গোতাবায়া রাজাপাকশের দেশে ফেরার সঠিক সময় এখনো হয়নি। তিনি দেশে ফিরলে এই মুহ‚র্তে রাজনৈতিক উত্তেজনা বাড়বে। গ্যালে ফেস গ্রিন উদ্যানে তাঁবু তৈরি করে অবস্থান করছিল আন্দোলনকারীরা। প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে গোতাবায়াকে ‘বাড়ি ফিরে যাওয়ার’ আহŸান জানিয়ে তারা ওই তাঁবু তৈরি করেছিল। আন্দোলনের জোয়ারে এক পর্যায়ে দেশ থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া। আন্দোলনকারীদের একাংশ মনে করে, ক্ষমতা থেকে রাজাপক্ষে পরিবারের ছায়া এখনো সরেনি এবং রনিল বিক্রমাসিংহে তাদেরই প্রতিনিধি। অন্য অংশ মনে করে, গোতাবায়ার পদত্যাগের মধ্য দিয়ে মূল দাবি বাস্তবায়িত হয়েছে। গত ২১ জুলাই শ্রীলঙ্কার আধাসামরিক বাহিনী আন্দোলনরতদের ওপর হামলা চালানোর পর আন্দোলনে বিভক্তি সৃষ্টি হয়। নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ছাড়াও অনেকে আত্মগোপনে গিয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রীরা বিক্ষোভকারীদের সরে যেতে বলছেন। আল-জাজিরা, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।