Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে অগ্নিকান্ডে জাবালপুরে নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

ভারতের একটি হাসপাতালে অগ্নিকান্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ডজনখানেক মানুষ। সোমবার সকালে মধ্যপ্রদেশের জাবালপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাÐের ঘটনায় ব্যাপক কালো ধোঁয়ায় ছেয়ে যায় হাসপাতাল চত্বর। জরুরিভিত্তিতে বেশ কিছু রোগীকে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অগ্নিকাÐের ঘটনায় আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। যে হাসপাতালে আগুন লেগেছিল সেটির নাম নিউ লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতাল। দামোহ নাকা এলাকার গোহালপুর থানা এলাকায় এটির অবস্থান। সোমবার বিকালে আচমকা সেখানে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাÐের সূত্রপাত। এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি। দমকল বাহিনী জানিয়েছে, তাদের অন্তত ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তের পর দমকলকর্মীদের ধারণা, হাসপাতালের আগুন নেভানোর যন্ত্রগুলো ঠিকমতো কাজ করেনি। তাছাড়া ভবনে ব্যাপক পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন আরও বেশি ছড়িয়েছে। খবরে বলা হয়েছে, বেশ নামডাক থাকায় মধ্যপ্রদেশের এই হাসপাতালে রোগীদের ভিড় লেগেই থাকতো। সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় রোগীদের ভিড় কিছুটা বেশি ছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ