Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বোমা থেকে বাঁচতে তাইওয়ানে মহড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

চীনের সঙ্গে বাড়ছে উত্তেজনা। যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা দানা বাঁধছে। তাই সেই প্রস্তুতিও নিতে শুরু করেছে তাইওয়ান। দেশের মধ্যে থাকা বোমা থেকে বাঁচতে তৈরি বাঙ্কারগুলোকে প্রস্তুত করছে তারা। এছাড়া চলছে মহড়াও। আহতদের কীভাবে চিকিৎসা দেয়া হবে, কীভাবে দ্রæত সময়ের মধ্যে আশ্রয় নেয়া যাবে এসব প্রাক্টিস চলছেই। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে। সা¤প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আকাশসীমায় একের পর এক উস্কানি সৃষ্টি করছে চীন। প্রায়ই দেশটির যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনের মধ্যে প্রবেশ করছে। তাইওয়ানও নিজেকে রক্ষায় তার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছে। সামরিক মহড়ার পাশাপাশি বেসামরিকদের নিরাপত্তায়ও মহড়া চলছে। এর অংশ হিসেবে চীনের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে বাসিন্দাদের বিভিন্ন শেল্টারে আশ্রয় নেয়ার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বাড়ির আন্ডারগ্রাউন্ড কিং সাবওয়েতে কীভাবে নিজেকে লুকানো যাবে তা দেখানো হচ্ছে। শপিং সেন্টারগুলোতেও চলছে মহড়া। জেরুজালেম পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ