Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটপাথে হঠাৎ বাষ্প-গর্ত, তলিয়ে গেলেন নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

ফুটপাতে হঠাৎ করে সৃষ্টি হওয়া বাষ্প-গর্তে তলিয়ে গেছেন এক নারী। নিউজিল্যান্ডে এই ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরির কাছে অবস্থিত ভ‚-তাপীয় এলাকায় (জিওথার্মাল এরিয়া) রয়েছে একটি তাপীয় গ্রাম (থার্মাল ভিলেজ)। ওই গ্রাম দেখতে দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় করেন। ওই গ্রামে ঘুরতে গিয়ে ফুটপাত ধসে বাষ্প-গর্তের (জিওথার্মাল সিংকহোল) মধ্যে পড়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিক এক নারী। নিউজিল্যান্ডের উত্তর-মধ্যাঞ্চলের রোটোরুয়ার কাছে রয়েছে টাউপো আগ্নেয়গিরি এলাকা। সেখানে মাওরি আদিবাসী অধ্যুষিত গ্রাম হাকারেওয়ারেওয়া। স¤প্রতি স্বামীর সঙ্গে সেখানে ঘুরতে গিয়েছিলেন ওই নারী। গ্রামের প্রবেশপথের কাছে ফুটপাত দিয়ে হাঁটার সময়ে হঠাৎ প্রায় সাড়ে তিন ফুট গভীর গর্ত হয়ে যায়। ওই নারী গর্তে ঢুকে যান। চিৎকার শুনে তার স্বামী প্রথমে তাকে টেনে তোলার চেষ্টা করেন। ছুটে আসেন দু’জন গাইড ও আশপাশের বাসিন্দারাও। গ্রামটির জেনারেল ম্যানেজার মাইক গিবনস জানান, গরম বাষ্পের মধ্যে পড়ে ওই নারী গুরুতর আঘাত পেয়েছেন। তাকে রোটোরুয়ায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অবশ্য স্বামীর আঘাত গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ