গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আজকের অশান্ত পৃথিবীতে শান্তির একমাত্র পথ ইসলামের পরিপূর্ণ অনুসরণ। আঞ্জুমানে হেফাজতে ইসলাম মানুষকে মুকাম্মাল দ্বীন ও মুস্তাকিল তাহযিবের পূর্ণ অনুসারী বানানোর জন্য অবিরাম কাজ করছে। মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে সবাই আল মুনাদির কাজ করতে হবে। যাতে পাঁচ ওয়াক্ত নামাযে সব বালিগ পুরুষ জামাতে এসে শরিক হয়ে নামায আদায় করে। নারীদের মধ্যে দ্বীনি শিক্ষা সম্প্রসারিত করতে হবে। মসজিদে মসজিদে ইসলাহী মাহফিল ও শবগুজারিসহ আঞ্জুমানের কাজ চালু করতে হবে।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সোমবার সিলেটের বরুণার মসজিদে আবু বকর সিদ্দীক (রা.) মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে সংগঠনটির আমীর ও বরুণার পীর শায়খুল হাদীস আল্লামা মুফতী মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর সভাপতিত্বে এবং মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর ও যুগ্ম মহাসচিব মুফতি শেখ সাদ আহমদ আমীন বর্ণভীর যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, সিলেটের দরগাহ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, দেভোগ মাদরাসা নারায়নগঞ্জের প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী, তেজগাঁও রেলস্টেশন মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুজিবুর রহমান ফয়জী, নায়েবে আমীর মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী, সিলেটের গওহরপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দীন রাজু,
বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা রশিদ আহমদ হামিদী, জামিয়া ইউনুসিয়া বিবাড়িয়ার শাইখুল হাদীস মুফতি শামসুল হক, শায়খুল হাদীস আল্লামা আব্দুল কাদির বাঘরখালী, খলীফায়ে গওহরপুরী আল্লামা শফিকুল হক সুরইঘাটি, আল্লামা সাজিদুর রহমান সুনামগঞ্জী, মুফতি সাইফুল ইসলাম ফারুকী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মুফতি ওযায়ের আমীন, অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, মুফতি জাবের আল হুদাচৌধুরী। অধিবেশনে আগামী ১৭-১৮ নভেম্বর সিলেট আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আজিমুশ্বান ইজতেমার আয়োজন নিয়েও জরুরি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।