Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে ১০ রানে হারিয়ে জিম্বাবুয়ের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ৭:৪২ পিএম | আপডেট : ৮:৩৪ পিএম, ২ আগস্ট, ২০২২

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার পর এবার জিম্বাবুয়ে বিপক্ষেও ব্যর্থ বাংলাদেশ। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে ১০ রানে জয় নিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল জিম্বাবুয়ে।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে সাজঘরে ফেরেন ওপেনার লিটন ১৩,অভিষিক্ত ইমন ২ ও এনামুল হক বিজয় ১৪ রানে। শান্ত ১৬ রান করে ফেরেন। মাহমুদউল্লাহ রিয়াদ ব্যক্তিগত ২৭ রানে বিদায় নেয়ার পরই শুন্য রানে ফেরেন ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন।

শেষ মুহুর্তে আফিফের সাথে ব্যাটিংয়ে ঝড় তোলেন মেহেদী হাসান। বাংলাদেশ তখন জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ১৮.৩ ওভারে দলীয় ১৩৩ রানে বিদায়  নেন মেহেদী হাসান। মাত্র ১৭ বলে  একটি ছক্কা ও দুই বাউন্ডারিতে ২২ রান করেন তিনি।

মুলত এরপরই ভেঙে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন। আফিফ হোসেন ২৭ বলে তিন বাউন্ডারিতে ৩৯ রান করে অপরাজিত থাকেন। 

এর আগে মঙ্গলবার হারারের স্পোর্টিস ক্লাব মাঠে টানা ‍তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ