নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ এরভিন টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়, অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৫টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনের।
টানা ব্যর্থতার মাশুল দিয়ে একাদশ থেকে বাদ পড়লেন আলোচিত ডানহাতি ওপেনার মুনিম শাহরিয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অভিষেক করানো হলো আরেক আলোচিত ওপেনার পারভেজ হোসেন ইমনের।
এছাড়া একাদশে পরিবর্তন এসেছে আরও দুইটি। শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের জায়গায় একাদশে এসেছেন নাসুম আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।