মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেছেন, চীন আশা করে, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র তার কথা রাখবে এবং দ্বৈত নীতি চর্চা করবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র এক প্রশ্নের জবাবে এ-কথা বলেন।
সম্প্রতি মার্কিন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি বলেন, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে যুক্তরাষ্ট্রের ‘এক চীন নীতির’ পরিবর্তন হবে না। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধ বা উত্তেজনাময় পরিস্থিতি আরও অবনতি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।
এ বিষয়ে চীনা মুখপাত্র বলেন, পেলোসির তাইওয়ান সফরের বিষয়ে চীন একাধিকবার কঠোর অবস্থান জানিয়েছে। ‘এক চীন নীতি’ হলো তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার মৌলিক শর্ত। তাইওয়ান ইস্যুতে ক্রমাগত মিথ্যাচার, ফাঁকা-বুলি এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সব দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার জোর দাবি জানায়। ওয়াশিংটনকে এ-কথা রক্ষার আহ্বান জানায় বেইজিং। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।