Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা সহায়তায় নির্মিত কাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন উদ্বোধন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১০:০৮ পিএম

চীন সরকারের সহায়তায় নির্মিত আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ও মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (রোববার) অনুষ্ঠিত হয়েছে। সেদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউ, আফগান অস্থায়ী সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী এবং কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রধান তাতে অংশগ্রহণ করেন।

আফগান অস্থায়ী সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী বলেন, চীনা উপহার কাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনের জন্য সুসংবাদ। বহু বছরের যুদ্ধ থেকে আফগানিস্তান বের হয়েছে। এখন অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক পুনর্নির্মাণসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে আফগানিস্তান। অস্থায়ী সরকার উচ্চ শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়। শিক্ষার উন্নয়ন হলে দেশের অগ্রগতি হবে। আগামীতে চীন আফগানদের আরও সাহায্য করবে এবং আফগানিস্তানের সাথে শিক্ষা খাতে আরও বেশি সহযোগিতা চালাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ওয়াং ইউ বলেন, এ আধুনিক শিক্ষা ভবন হচ্ছে কাবুল বিশ্ববিদ্যালয়কে দেয়া চীন সরকারের উপহার। পাঁচবছরের নির্মাণ শেষে অবশেষে এটি চালু হবে। তা হচ্ছে চীন-আফগান বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক। দীর্ঘমেয়াদে শিক্ষা খাতে আফগানিস্তানের সাথে ব্যাপক ও গভীর সহযোগিতা চালিয়ে আসছে চীন। এক হাজারেরও বেশি আফগান শিক্ষার্থী চীনে গিয়ে লেখাপড়া করছেন। প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী কাবুল বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটে লেখাপড়া করছেন। তারা ভবিষ্যতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় অবদান রাখতে পারবেন।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, চীন আগের মতোই আফগানিস্তানকে সমর্থন ও সহায়তা দেবে। শিক্ষাসহ নানা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ করবে। কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রধান বলেন, ‘চীনা উপহারের এ শিক্ষা ভবন ও মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা অনেক আনন্দিত। এটি হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে ভাল মিলনায়তন। দীর্ঘমেয়াদে চীনের সহায়তা ও সমর্থনের প্রতি বিশ্ববিদ্যালয় কৃতজ্ঞ’। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ