মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্রিকেটের কিংবদন্তী সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই বেড়াতে যাওয়ার বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন। আর সে জন্যই তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। গত ২৯ জুলাই ভারতের মুম্বাইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি করা হয় সারাকে। সাদা রংয়ের টপ এবং কালো লেগিংসে তাকে বেশ ভালোই লাগছিল।
কিন্তু সারার ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা তাকে নিয়ে একের পর এক বিরূপ মন্তব্য করা শুরু করেন। অনেকেই তার গায়ে নেপোটিজমের তকমা লাগাতেও ছাড়েননি। কেউ কেউ আবার কমেন্ট সেকশনে তার বাবা সচিন টেন্ডুলকারের প্রসঙ্গও টেনে এনেছেন।
ইনস্টাগ্রামে সারার ২ মিলিয়নের বেশি ফলোয়ারও রয়েছে। মুম্বাইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি করা সারাকে ক্যাজুয়াল পোশাকে দেখতেও বেশ ভালো লাগছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সারা টেন্ডুলকার নেট দুনিয়ায় খুব বাজেভাবে ট্রোলড হতে শুরু করেন।
কেউ তাকে বলছেন ‘আন্টি’, কেউবা আবার ‘মোমো’। একজন তো আবার তাকে ‘নেপালি’ বলেও সম্বোধন করেন। কেউ কেউ আবার কমেন্ট সেকশনে শুভমন গিলকে টেনেও মন্তব্য করতে শুরু করেন।
তবে এখানেই শেষ নয়। এই ভিডিওটি দেখার পর ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘সুন্দরী মোটেই নয়। সচিন টেন্ডুলকারের মেয়ে শুধুমাত্র ফর্সা। আর সেকারণেই এতটা জনপ্রিয়।’ সূত্র : দ্য উইক, নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।