বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : এইচএসসি পরীক্ষার নতুন একটি কেন্দ্র স্থাপনের দাবিতে রাজশাহীর বাঘায় ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শাহদৌলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয় এতে ধাওয়া-পাল্টা-ধাওয়ার সূত্রপাত হয়। শিক্ষার্থীরা জানায়, নিজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকায় শাহদৌলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য ৫ কিলোমিটার দূরের শরিফাবাদ কলেজ কেন্দ্রে যেতে হয়। দুর্ভোগ এড়াতে শাহদৌলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা উপজেলা সদরে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজে একটি নতুন কেন্দ্র স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দিয়ে লাঠিচার্জ করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হয়। এ সময় ছুড়ে মারা ইটের আঘাত ও পুলিশের লাঠিপেটায় এক ব্যবসায়ী, শিক্ষার্থী ও দুই পুলিশসহ ১০ জন আহত হয়। আহতরা হলেন-বাঘা থানার পুলিশ পরিদর্শক হীরেন্দ্রনাথ, কনস্টেবল মোহাম্মদ তোতা, কলেজ গেটের ব্যবসায়ী সাজদার আমজাদ, শিক্ষার্থী দুর্জয়, মেহেদী, জাকারিয়া, জনি, ফরহাদ, আব্দুল্লাহ ও প্রান্ত। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।