Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমতীরের ইহুদি বসতিতে আগুন, ফিলিস্তিনিদের সন্দেহ করে ব্যাপক ধরপাকড়

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি এলাকায় অগ্নিসংযোগের জন্য সন্দেহভাজনদের খুঁজে বের করতে ইসরাইলের বিমানবাহিনী দেশজুড়ে বিভিন্ন ধরনের ড্রোন ও স্নিফার কুকুর ব্যবহার করছে। এর মধ্যে শক্তিশালী শোভাল এবং এইটান ড্রোনও রয়েছে। সন্দেহভাজনদের ধরতে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে। সামরিক বাহিনীর অভিযানে আরো তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের শিন বেতের নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। এ নিয়ে মোট ১০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিদর লিবারম্যান এ তথ্য জানান। তিনি বলেন, পশ্চিম তীরের হালামিশ বসতিতে কয়েক ডজন ইহুদিদের ঘর-বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সন্দেহভকাজনদের ধরতে বিভিন্ন ধরনের ড্রোনের সহায়তা নেয়া হচ্ছে। দাবানলের উৎস শনাক্ত করতে দেশটির বিমানবাহিনী হালকা বিমান পরিচালনার পাশাপাশি এব্যাপারে কোনো তথ্য পেলে তা ইসরাইলের পুলিশ বাহিনীর কমান্ড পোস্টের নিকট হস্তান্তর করছে। কয়েকদিন আগে ইসরাইলের ডিফেন্স ফোর্সেসের প্রচারিত একটি ভিডিও ফুটেজে জেরুজালেম পাহাড়ের নেস হারীম এবং বেইত মেইরের কাছাকাছি যেখানে আগুন লাগে সেখানে ব্যাগ হাতে একজন সন্দেহভাজন ব্যক্তির ছবি দেখানো হয়। সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ইতোমধ্যে তার সম্পর্কে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে বলে জানানো হয়। উপরন্তু, অগ্নিসংযোগে সন্দেহভাজনদের শনাক্ত করতে দুই প্লাটুন স্পেশাল ফোর্সেস মোতায়েন করা হয়েছে।  এছাড়াও, অগ্নিসংযোগ প্রচেষ্টার জন্য সম্ভাব্য স্থানীয় সন্দেহভাজনদের শনাক্ত করতে কয়েকটি বাহিনীকে সংগঠিত করা হয়েছে। পুলিশ স্নিফার কুকুর ব্যবহার, সামাজিক নেটওয়ার্ক পর্যবেক্ষণ এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে ইলেকট্রনিক সংকেতের মাধ্যমে অগ্নিসংযোগকারীদের ধরতে প্রচেষ্টা চালাচ্ছে। হারেৎজ, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ