Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ মাস অবরুদ্ধ থাকার পর আলেপ্পোতে খাদ্য সংকট

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিদ্রোহীদের দখলে থাকা এলাকার চার ভাগের তিন ভাগই পুনঃনিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে প্রেসিডেন্ট বাশার আসাদের অনুগত বাহিনী। আলেপ্পোর পূর্বাঞ্চলে বিমান থেকে ভারি গোলাবর্ষণে পিছু হটতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা। আলেপ্পোতে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা দু’ ভাগে বিভক্ত হয়ে পড়েছে, যা তাদের জন্য একটি বড় ধাক্কা। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে, সরকারি বাহিনী অগ্রসর হওয়ার পথে প্রচুর মাইন ও বিস্ফোরক অকার্যকর করছে। সংঘর্ষের ভয়ে পালাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক। স্থানীয় বাসিন্দারা বলছেন, বেঁচে থাকা তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। আলেপ্পোর একটি স্কুলের এক শিক্ষক আব্দুল্লাহ আল হামদো জানান, চার মাস ধরে অবরুদ্ধ থাকার পর শহরে আর কোন খাবার নেই। বেসামরিক নাগরিকরা পালিয়ে হয় কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় যাচ্ছেন নতুবা সরকার নিয়ন্ত্রিত এলাকায়। কিন্তু সব পক্ষের হাতেই মারা পড়ছেন তারা। সিরিয়ায় আরব রেড ক্রিসেন্ট বলছে, সরকার নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে চার হাজারের মতো বেসামরিক নাগরিক পালিয়ে আশ্রয় নিয়েছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বেসামরিক নাগরিকদের উদ্ধারকারী সিরিয়ার সংস্থা হোয়াইট হেলমেটস বলছে, যানবাহন চালানোর জ্বালানির অভাবে তারা আহতদের সরিয়ে নিতে পারছে না। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ