Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধুর সঙ্গে কথা বলায় গাছে বেঁধে মারধর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:০৮ এএম

স্ত্রীকে তার বন্ধুর সঙ্গে দেখেছিলেন স্বামী। আর এতেই ক্ষোভ চাপে মাথায়। আর সেই ক্ষোভের জেরেই গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে মারধর করেছেন স্বামী ও অন্য আত্মীয়রা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের বাঁশওয়ারা জেলায়। এদিকে বন্ধুর সঙ্গে দেখার পর স্ত্রীকে নির্যাতনের একটি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে, গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে নির্দয়ভাবে মারধর করতে এবং ভুক্তভোগীকে যন্ত্রণায় চিৎকার করতে দেখা যায়। সংবাদমাধ্যম বলছে, ভুক্তভোগী ওই নারীকে সাত ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। অন্যদিকে যে ব্যক্তির সাথে তাকে (নারীকে) দেখা গিয়েছিল তাকেও অভিযুক্তরা একই রকম ভাবে নির্যতন করেছেন। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর একটিতে, তাকে একটি গাছের সাথে বেঁধে একদল পুরুষকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এনডিটিভি বলছে, বন্ধুর সঙ্গে দেখার পর ভারতের রাজস্থান রাজ্যের বাঁশওয়ারা জেলায় এক নারীকে গাছের সঙ্গে বেঁধে লাঞ্ছিত করা হয়। দিন চারেক আগে সেই ঘটনার ভিডিও প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর গত রাতে রাজ্যটির স্থানীয় থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়। এদিকে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী ও তার শ্যালকসহ চারজনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে দুই নাবালককেও আটক করা হয়েছে। অপরদিকে রাজস্থান রাজ্যের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিজেপি নেতারা। ভিডিওটি শেয়ার করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত টুইট করে বলেছেন: ‘রাজস্থানের স্বরাষ্ট্র দপ্তর গুন্ডাদের মুক্ত করে রেখেছে এবং তারাক্ষুধার্ত নেকড়েদের মতো বনে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিওটির তদন্ত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু এই সরকারের কাছে তা প্রত্যাশা করা অর্থহীন। আমাদের আওয়াজ তুলতে হবে!’ এদিকে শনিবার নারী নির্যাতনের এই ঘটনাটি আমলে নিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। রাজস্থানের ডিজিপিকে একটি চিঠিতে এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মা অবিলম্বে সকল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগীদের সর্বোত্তম চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তিনি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ