Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংিক্ষপ্ত িবশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:১১ এএম

গুপ্তচরবৃত্তির অভিযোগে
গুপ্তচরবৃত্তির অভিযোগে সুইডেনের এক নাগরিককে আটক করেছে ইরান। বেশ কিছুদিন নজরদারি রাখার পর তাকে আটক করতে সক্ষম হয়েছে দেশটির গোয়েন্দারা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সুইডেনের এই গুপ্তচর একাধিকবার ইরান সফর করেছেন। তার আচরণের কারণে অনেক আগে থেকেই তার নাম সন্দেহভাজনদের তালিকায় ছিল। এবার সফর শেষে ইরান ছাড়ার আগ মুহূর্তে তাকে আটক করা হয়েছে। সুইডেনের এই নাগরিক এর আগে ইসরাইলে ভ্রমণেরও ইতিহাস রয়েছে। আল-জাজিরা।


পার্লামেন্টে হানা
আবারও ইরাকের পার্লামেন্টে হানা দিয়েছে শিয়া নেতা মুকতাদা আল-সদরের সমর্থকরা। শনিবার তারা পার্লামেন্ট ভবন দখল করে রাখে বলে জানিয়েছে বার্তা সংস্থা। ২০২১ সালের অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ৩২৯ আসনের মধ্যে মুকতাদা আল সদরের জোট ৭৩ আসনে জয়ী হয়। কিন্তু ভোটের পর থেকে দেশটিতে নতুন সরকার গঠনের আলোচনা থমকে আছে। সম্প্রতি ইরানি ব্লক সমর্থিত মোহাম্মদ আল সুদানির নাম প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব করা হয়। এর প্রতিবাদে গত সপ্তাহে পার্লামেন্টে হানা দিয়েছিল আল-সদরের সমর্থকরা। শনিবার বিক্ষোভকারীরা ইরাকি পতাকা হাতে পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করে। এএফপি।


খাদ্যশস্য নিয়ে
বিদেশে রপ্তানির জন্য খাদ্যশস্য বোঝাই ১৬টি জাহাজ ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়তে যাচ্ছে। শনিবার ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, জাহাজগুলোর প্রস্থান আসন্ন। জুলাই মাসে মস্কো ও কিয়েভের মধ্যে স্বাক্ষরিত জাতিসংঘ সমর্থিত শস্য রপ্তানি চুক্তির অংশ হিসাবে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য দেশে ২৫ মিলিয়ন টন শস্য পাঠানো হবে। শস্যবাহী এই জাহাজগুলিকে ইউক্রেন ছেড়ে যাওয়ার জন্য একটি নিরাপদ চ্যানেল তৈরি করা হয়েছে। শস্য রপ্তানির জন্য ক্রুদের প্রস্তুতি দেখতে শুক্রবার জেলেনস্কি ওডেসা অঞ্চলের চেরনোমর্স্ক বন্দর পরিদর্শন করেছিলেন। আল-জাজিরা।


কেন্টাকিতে নিহত ১৯
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে কয়েক যুগের মধ্যে ভয়াবহ বন্যায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। কেন্টাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলের অ্যাপ্পালাচিয়া এলাকায় বন্যায় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত ছয়টি শিশু রয়েছে। একজনের বয়স এক বছর। অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বিসির জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্যার পানিতে ডুবে গেছে। অন্তত ৩৩ হাজার মানুষ বিদ্যুৎহীন জীবনযাপন করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কেন্টাকির এ বন্যাকে ‘গুরুত্বপূর্ণ দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধারকারী এজেন্সিকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ