Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৭:৫৮ পিএম | আপডেট : ৮:১১ পিএম, ৩১ জুলাই, ২০২২

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট-বলে জ্বলে উঠেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেয়া ১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ঝড়ো হাফসেঞ্চুরি পূর্ণ করে বিদায় নিয়েছে লিটন কুমার দাস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯০ রান। আফিফ হোসেন ৫ ও নাজমুল হোসেন শান্ত ৫ রান করে অপরাজিত আছেন।

ওপেনার লিটন কুমার ৩৩ বলে ছয় বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। এছাড়া মুমিন শাহরিয়ার ৭ ও এনামুল হব বিজয় ১৬ রান করে ফেরেন।

এর আগে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেকের বিষাক্ত স্পিনে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় স্বাগতিকরা। দলের পক্ষে সিকান্দার রাজা সর্বোচ্চ ৬২ রান করে বিদায় নেন। এছাড়া রায়ান বার্ল করেন ৩২ রান।

জিম্বাবুয়ের পক্ষে আর কোন ব্যাটার বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে সংগ্রহ করে স্বাগতিকরা। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ।

বল হাতে মোসাদ্দেক হোসেন ৪ ওভারে ২০ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেন। এছাড়া মোস্তাফিজ ও হাসান নেন একটি করে উইকেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ