Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিপ উৎপাদনে চীনের সঙ্গে প্রতিযোগিতায় মার্কিন সিনেটে বিল পাস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ৬:৩৫ পিএম

চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে অভ্যন্তরীণ পর্যায়ে দেশের সেমিকন্ডাক্টর উৎপাদন খাতে ভর্তুকি দিতে নতুন আইন পাস করেছে মার্কিন সিনেট। নতুন এ আইন চীনের সঙ্গে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে। পাশাপাশি গাড়ি থেকে শুরু করে সব ধরনের বৈদ্যুতিক ও প্রযুক্তিপণ্য তৈরিতে যে ঘাটতি, সেটির সমাধানে সহায়তা করবে। স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সিনেটে পাস হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভা দীর্ঘ প্রতিক্ষীত বিলটিতে ভোট দেওয়ার পরিকল্পনা নেয়। আশা করা হচ্ছে, বিলটি পাস হলে প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের শুরুর দিকে নতুন আইনটিতে স্বাক্ষর করবেন। সিনেটে ৬৪-৩৩ ভোটে বিলটি পাস হয়।
চিপস অ্যান্ড সায়েন্স আইনের অধীনে যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদন খাতে ভর্তুকি প্রদানে ৫ হাজার ২০০ কোটি ডলার এবং উৎপাদন কেন্দ্রগুলোয় কর ক্রেডিট বিনিয়োগের অংশ হিসেবে ২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি দেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার অংশ হিসেবে বৈজ্ঞানিক গবেষণার উন্নয়নে আগামী পাঁচ বছরে ১৭ হাজার কোটি ডলার বিনিয়োগের বিষয়েও আইনে উল্লেখ করা হয়েছে। তবে এসব বিনিয়োগ কার্যকরে কংগ্রেসকে আলাদা আলাদা আইন পাস করতে হবে।
সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেন, নতুন আইনটি দেশে ভালো বেতনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এ ছাড়া সরবরাহ চেইন, পণ্যের দাম কমাবে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়টিকে আরও সুরক্ষিত করবে।
সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, বিলটি নতুন আরও ১০-১৫ সেমিকন্ডাক্টর কারখানার অর্থায়নে সহায়তা করবে। তিনি বলেন, আমরা যদি এ বিল পাস না করতাম তাহলে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কোনো সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র স্থাপিত হতো না। চীন বিলটির বিরুদ্ধে লবিং করেছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে, এক বিবৃতিতে সিনেটর জন কর্নিন জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কমিউনিস্ট পার্টির জন্য এটি দুঃখের দিন। চীনের কাছ থেকে যে খাতে আমরা প্রতিযোগিতার মুখে ছিলাম, সেখানে আমেরিকার ঘুমিয়ে থাকা দৈত্য জেগে উঠেছে।
সম্প্রতি বোয়িং জানায়, তারা এখন চিপ সংকটের মধ্যে রয়েছে। জেনারেল মোটরস জানায়, তাদের কাছে এখনো ৯০ হাজারের বেশি অসম্পূর্ণ গাড়ি পড়ে রয়েছে। এগুলোর মধ্যে অধিকাংশই ট্রাক ও এসইউভি। চিপ ও অন্যান্য যন্ত্রাংশের কারণে এগুলোর নির্মাণ শেষ করা যাচ্ছে না। দক্ষিণ-পূর্ব মিশিগানে হাজার হাজার গাড়ি পার্ক করা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ