Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেসুসের হ্যাটট্রিকে আর্সেনালের গোল উৎসব, হার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ২:২৮ এএম | আপডেট : ২:৪০ এএম, ৩১ জুলাই, ২০২২

এমিরেটস কাপে শনিবার সেভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল। জোড়া গোল করেছেন বুকায়ো সাকা, একটি এডি এনকেটিয়া।

এমিরেটস স্টেডিয়ামে বড় এক জয়ে প্রাক মৌসুম প্রস্তুতিটা দারুণভাবে শেষ হলো মিকেল আর্তেতার দলের।

কদিন আগে সাড়ে ৪ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে আর্সেনালে যোগ দেওয়া জেসুস প্রাক-মৌসুমে গোল করলেন সব মিলিয়ে ৭টি।

 

এই স্ট্রাইকার ও সাকার নৈপুণ্যে মাত্র ১৯ মিনিটেই স্প্যানিশ দলটির বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল। জেসুসের হ্যাটট্রিক পূরণের পর প্রতি-আক্রমণে জালের দেখা পান এনকেটিয়া।

 

এদিকে প্রীতি ম্যাচে আতলেতিকোর বিপক্ষে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ দিকে একমাত্র গোলটি করেন জোয়াও ফেলিক্স। যোগ করা সময়ে ফ্রেদ লাল কার্ড দেখলে দশ জনে পরিণত হয় ইউনাইটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ