Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মোক ফ্রি জেনারেশন’!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বাবা-মাকে লুকিয়ে দূরের কথা, এবার ১৮ বছর বয়স হয়ে গেলেও আর সিগারেট খেতে পারবে না কেউ। এমনই আইন জারি হতে চলেছে নিউজিল্যান্ডে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন আইন চালু হলে ২০০৮ সালের পর জন্মগ্রহণ করা কোনও নাগরিকেরই আর সিগারেট সেবনের অধিকার থাকবে না। তামাকজাত দ্রব্য বর্জনের লক্ষে এমনই কড়া আইন আনতে চলেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের ভবিষ্যৎ প্রজন্মকে ‘স্মোক ফ্রি জেনারেশন’ হিসেবে গড়ে তুলতেই এই কড়া আইন জারি হতে চলেছে। সরকার বলছে, ২০০৮ সালের পর জন্মগ্রহণ করে থাকলে ওই দেশের কোনও নাগরিকের আর সিগারেট কেনার অধিকারও থাকবে না। পৃথিবীতে প্রথম দেশ হিসেবে নজিরবিহীন এই নিয়ম জারি হতে চলেছে নিউজিল্যান্ডে।

এখানেই শেষ নয়, এবার থেকে নিউজিল্যান্ডের সুপার মার্কেট কিংবা স্থানীয় দোকানে সিগারেটসহ সমস্ত রকমের তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হবে। নতুন আইন নিয়ে আশাবাদী নিউজিল্যান্ডের সমস্ত রাজনৈতিক দল। বিরোধী দলের নেতা ম্যাট ডুসি বলেন, ‘আমাদের দল এই আইনকে সমর্থন করছে। কিন্তু এর বাস্তবায়ন কতটা হবে, সেটাই এখন দেখার।’

নিউজিল্যান্ডের পাশাপাশি এবার মালয়শিয়াতেও তামাকজাত দ্রব্য এবং সিগারেটের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। নিউজিল্যান্ডের থেকে আরও এক ধাপ এগিয়ে মালয়শিয়া সরকার ২০০৭ সালের পর জন্মগ্রহণ করা সমস্ত নাগরিকের উপরই এই নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।

নিউজিল্যান্ডের এমন আইন হচ্ছে জানার পর অস্ট্রেলিয়াও ভাবনাচিন্তা শুরু করেছে। যদিও অস্ট্রেলিয়াতে বিশ্বের সবচেয়ে কম শতাংশ মানুষ সিগারেট সেবন করেন। এই পরিসংখ্যানটা ১০.৭ শতাংশ। সূত্র : আলজাজিরা, নিউজ ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ