Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যারা ষড়যন্ত্র করছে, জানতে পারবেন

ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০১ এএম

নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন,‘সময় বলে দেবে দল তার সঠিক কাজ করেছে কিনা’। গত শুক্রবার কলকাতায় হাসপাতালের বাইরে যাওয়ার সময় চ্যাটার্জী বলেন, ‘দলের গৃহীত সিদ্ধান্তের জন্য আমি মর্মাহত, এটি একটি স্বাধীন তদন্তকে প্রভাবিত করতে পারে’। তিনি আরো বলেন, ‘যারা ষড়যন্ত্র করছে, জানতে পারবেন’। কিন্তু ষড়যন্ত্রকারী সম্পর্কে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘ষড়যন্ত্রের অভিযোগ পরিষ্কার করার দায়িত্ব চ্যাটার্জির ওপর ছিল। গত কয়েক দিনের ঘটনার ভিত্তিতে দল তার সিদ্ধান্ত নিয়েছে। যদি তিনি নিজেকে ষড়যন্ত্রের শিকার মনে করেন তবে তার কাছে আদালতে লড়াই করার এবং নির্দোষ প্রমাণের সুযোগ রয়েছে’।

এদিকে হাসপাতালে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জি। তিনি গাড়ি থেকে নামতে অস্বীকার করেন। বার বার মিডিয়াকে বলেন, তিনি আর নিতে পারছেন না।
গত শুক্রবার সাংবাদিকরা পার্থ চ্যাটার্জীকে পদত্যাগ করার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি। দলের মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেন, ‘চ্যাটার্জির পদে এখনও অন্য কাউকে ঘোষণা করেনি টিএমসি’। এছাড়া তাকে মন্ত্রীত্বের যে পদ অর্পণ করা হয়েছিল তা আপাতত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে থাকবে বলে বহৃস্পতিবার ঘোষণা করেন তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ