Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ের রেকর্ডগড়া ২০৫

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ৮:০৪ পিএম | আপডেট : ৮:৫২ পিএম, ৩০ জুলাই, ২০২২

জয়ের জন্য বাংলাদেশকে ২০৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। 

 

হারারের স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে এটি তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। 

 

তিন পেসার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। তাসকিন আহমেদ ৪ ওভারে ৪২ রান দিয়ে কোনো উইকেট পাননি। মোস্তাফিজুর রহমান ২ উইকেট নিলেও রান বিলিয়েছেন ৫০। ২০তম ওভারেই দেন ১৯ রান। আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামের খচর ৪৫ রান। তিনিও নিজের চতুর্থ ওভারে দেন ১৯। 

 

তৃতীয় ওভারে রেজিস চাকাভাকে সাজঘরে ফেরান মোস্তাফিজ।

 

 

১১ বলে এক চারে ৮ রান করা চাকাভার ক্যাচ লুফেন নাজমুল হোসেন শান্ত। সপ্তম ওভারের প্রথম বলে এসে সাফল্য পান মোসাদ্দেক হোসেন। জিম্বাবুইয়ান অধিনায়ক আরভিনকে (১৮ বলে ২১) বোল্ড করেন তিনি। 

উইকেটে এসেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন শন উইলিয়ামস। ১৯ বলে ৪ বাউন্ডারি ও এক ছাক্কায় করে ফেলেছিলেন ৩৩ রান। তাকে থামান মোস্তাফিজ। তবে তার আগেই ওয়েসলি মাধেভের সঙ্গে ৩৭ বলে ৫৬ রানের জুটি উপহার দিয়ে যান উইলিয়ামস।

চতুর্থ উইকেটে সিকান্দার রাজার সঙ্গে ৪৩ বলে ৯১ রানের জুটি গড়েন মাধেভের। ৩৭ বলে পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৯ চারে ৬৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। ইনিংসের তখন বাকি মাত্র ৩ বল। 

 

সিকান্দার রাজা ছিলেন আরও বিধ্বংসী। ২৩ বলেই ফিফটি ছুঁয়ে ফেলেন। ২৬ বলে ৬৫* রানের ইনিংস খেলে মাঠ ছেড়েছেন। ৭ চারের সঙ্গে ছক্কা মেরেছেন ৪টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ