Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইরানের প্রেসিডেন্টকে যে বার্তা দিলেন শি জিনপিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ৬:৪৭ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গতকাল (শুক্রবার) বিকেলে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ফোনালাপ করেছেন।

ফোনে প্রেসিডেন্ট সি উল্লেখ করেন, বর্তমানে মহামারী ও পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে বিশ্বময় অশান্তি ও পরিবর্তনের এক নতুন যুগ শুরু হয়েছে। উন্নয়ন ও নিরাপত্তা বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের জনগণের আকাঙ্ক্ষা আরও জরুরি এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচারের আহ্বান আরও শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, জটিল আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চীন-ইরান সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক এগিয়ে নিতে চায়। তাই, দু’দেশের উচিত সার্বিক সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা, প্রধান ক্ষেত্রে কার্যকর সহযোগিতা এগিয়ে নেওয়া, অব্যাহতভাবে মহামারীর বিরুদ্ধে সহযোগিতা করা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় ও বিনিময় বজায় রাখা।

রাইসি বলেন, গত বছর ইরান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে দু’দেশ। বিশ্বাস করা যায় যে, দু’পক্ষের অভিন্ন চেষ্টার মাধ্যমে ভবিষ্যতে ইরান-চীন সম্পর্ক আরও উচ্চ পর্যায়ের উন্নয়ন বাস্তবায়ন করতে পারবে।

তিনি আরও বলেন, ইরান ও চীন উভয়ই আধিপত্যবাদ ও একতরফাবাদের বিরুদ্ধে বিরোধিতা করে, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করে এবং অবৈধ একতরফা শাস্তির বিরোধিতা করে। ইরান দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলছে ও চলবে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে চীনের গুরুত্ব ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছে ইরান। পাশাপাশি, চীনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে চায়। যাতে উন্নয়নশীল দেশগুলির অভিন্ন কল্যাণ হয় এবং আঞ্চলিক ও বিশ্বের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন এগিয়ে যায়। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ