বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করুনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি কয়লা উত্তোলন বন্ধ হয়ে গেছে। ফেজ পরিবর্তনের কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর গত ২৬ তারিখ থেকে নতুনভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছিল। গত দুই দখায় করোনা পরীক্ষায় চায়না ও দেশীয় শ্রমিকদের মধ্যে ৫০ শ্রমিক করনা আক্রান্ত হলে ভূগর্ভে কর্মরত অধিকাংশ শ্রমিককে বের করে আনা হয়। তবে এর মধ্যে যন্ত্রপাতি এডজাস্টমেন্টের কাজ অব্যাহত রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পুনরায় কয়লা উত্তোলন শুরু হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। কয়লা উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম মুঠোফোনে জানান নির্ধারিত সময়ের ২০ দিন আগে গত ২৭ জুলাই প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। কয়লা উত্তোলনের পাশাপাশি নতুন ফেজে মেশিনারি এডজাস্টমেন্ট এর কাজ চলতে থাকে। এরমধ্যে গত ২৬ তারিখে ভুগর্ভে কর্মরত ১৪৩ শ্রমিকের করোনা টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। পজিটিভ হয় ১৬ জন। পরদিন আরো ৩০৫ জনের টেষ্টে ৩৪ জনের পজিটিভ হয়। ব্যাপকভাবে করোনা পজেটিভ দেখা দেওয়ায় এক ফ্লোরে থাকা বাংলাদেশী শ্রমিকদের বের করে দেওয়ার পাশাপাশি অধিকাংশ চায়না শ্রমিক িি কাজ থেকে বিরত আছে। ফলে তিন দিনের মাথায় কয়লা উত্তোলন আবারও বন্ধ হয়ে যায়। তবে ভূগর্ভস্থ ফেজে মেশিন এডজাস্টমেন্ট কাজ অব্যাহত রয়েছে। উল্লেখ্য প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু করা হলো ধাপে ধাপে মেশিনারি এডজাস্টমেন্ট করার মাধ্যমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হওয়ার কথা। কিন্তু করোনার কারণে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের দাবি পরিস্থিতি ভালো হলে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে পুনরায় কয়লা উত্তোলন শুরু হবে। পর্যাপ্ত কয়লা মজুদ না থাকায় বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।