মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিশরের মানসুরা বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আদেল ও নায়েরা আশরাফ একই সঙ্গে পড়াশোনা করতেন। আদেল সরাসরি বান্ধবী নায়েরাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। কিন্তু বান্ধবী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে খুন করেন আদেল।
বিচারে আদালত রায় ঘোষণা করে আদেলের (২১) ফাঁসির আদেশ দেন। আর আদেলকে ফাঁসি দেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে দেশের যুব সমাজকে বার্তা দিতে চায় মিশর।
মিশরের সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, আদালত গত ২৮ জুন আদেলকে মৃত্যুদণ্ড দেন। এবার মানসুরা আদালত দেশের পার্লামেন্টে আবেদন জানিয়েছেন, যাতে আদেলের মৃত্যুদণ্ড টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
এর উদ্দেশ্য হচ্ছে, মিশরের তরুণ প্রজন্মকে আগামী দিনে এমন কাজ থেকে বিরত রাখা। মৃত্যুদণ্ডের আদেশকে চ্যালেঞ্জ করার কথা ভাবছেন আদেলের আইনজীবী। হাতে এখনও ৬০ দিন সময় আছে। এই সময়ের মধ্যেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট ইউকে, মরক্কোওয়ার্ল্ড নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।