Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের টেক জায়ান্ট হুয়াওয়ের প্রতি অবিশ্বাস বেড়েই চলেছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ৫:০০ পিএম

সম্প্রতি বিশ্ব যখন ফাইভ-জি নেটওয়ার্কের দিকে ধাবিত হচ্ছে তখন এর কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। কিন্তু নিরাপত্তা হুমকির জন্য বিশ্বের বিভন্ন দেশ চীনা এই প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস হারাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট।

দ্য হংকং পোস্ট জানিয়েছে- ব্যবহারকারীদের তথ্য ফাঁস, নিরাপত্তার ঝুঁকি থাকে এমন সফটওয়্যার ব্যবহার ও গ্রাহকদের অজান্তে তাদের তথ্য সংগ্রহের মতো গুরুতর অভিযোগের কারণে বিশ্বব্যাপী তোপের মুখে পড়েছে হুয়াওয়ে। এ জন্য শুধু হুয়াওয়াই নয়, অন্যান্য চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও চাপের মুখে রয়েছে।

২০১৮ সালে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে হুয়াওয়ে টেকনোলজিসের নেটওয়ার্ক সরঞ্জামের ব্যবহার নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ায় ফাইভ-জি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে সরঞ্জাম সরবরাহের সুযোগ হারায় কোম্পানিটি।

ফাইভ-জি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে হুয়াওয়েকে নিষিদ্ধের কারণ ব্যাখ্যা করে অস্ট্রেলিয়ান সিগন্যালস ডিরেক্টরেটের মহাপরিচালক মাইক বার্জেস বলেছিলেন, যেসব বিদেশী প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট দেশের সরকারের সম্পর্ক রয়েছে, তাদের অবশ্যই অস্ট্রেলিয়ার ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণ থেকে দূরে রাখতে হবে। কারণ টেলিযোগাযোগ একটি স্পর্শকাতর খাত।

এরও আগে যুক্তরাষ্ট্র সরকারি কাজের টেন্ডারগুলোয় হুয়াওয়েকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। দেশটির অভিযোগ- চীনের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকতে পারে প্রতিষ্ঠানটি। কারণ, চীনের সব প্রতিষ্ঠান সেখানকার গোয়েন্দা সংস্থার সাথে সবধরনের সহযোগিতা করতে বাধ্য। যে কারণে বিশ্বের অনেক দেশই মনে করে- চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে চাইনিজ গোয়েন্দা সংস্থাগুলো। তাই কোম্পানিটিকে অবিশ্বাসের চোখে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ