বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা থেকে স্টাফ রির্পোটার : ‘যাবার দিনে এ কথাটি জানিয়ে যেন যাই যা দেখেছি, যা পেয়েছি তার তুলনা যে নাই’.. রবি ঠাকুরের কবিতার এ লাইন দুটি কুমিল্লার বিদায়ী জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলামের কণ্ঠ থেকে যখন ভেসে আসছিল তখন আইনজীবী সমিতির হলরুম জুড়ে থাকা বিচারক, আইনজীবী ও কর্মকর্তাদের চোখ যেন পানিতে টলমল করছিল। বিদায়ী জজের কণ্ঠে আবেগমাখা লাইন দুটি জানান দিল নতুন রথে আরোহন করলে একসময় নিয়মের আর্বতে বিদায়ের সাথী হতে হয়।
রোববার দুপুরে কুমিল্লার সরকারি আইন কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত বিদায় অনুষ্ঠান ঘিরে ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন বিদায়ী দায়রা জজ মো. নুরুল ইসলাম। সরকারি আইন কর্মকর্তা ও আইনজীবীদের ফুলেল ভালোবাসার জবাবে তিনি বলেন, ‘যাবার বেলায় আমি অনেক তৃপ্ত আইনজীবী ও সহকর্মী বিচারকদের অফুরন্ত ভালোবাসায়। কুমিল্লায় কর্মজীবনে আমি আমার সবটুকু সততা দিয়ে বিচার কাজ করেছি। কুমিল্লার আদালতে সকল বিচারক সততার সাথে কাজ করে যাচ্ছেন। আজকে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বেড়েছে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে। এখানে বিচার প্রার্থীদের হয়রানি কমেছে। মামলা যেমন বেড়েছে তেমনি নিষ্পত্তির সংখ্যাও বেড়েছে। এখানকার দরিদ্র, অসহায় বিচার প্রার্থীরা সরকারি খরচে তাদের মামলা পরিচালনা করতে পারছেন। দীর্ঘ ৩৪ বছর বিচার বিভাগে কাজ করছি। কিন্তু কুমিল্লার আদালতে বিচার কার্যক্রমে গতিশীলতা আমাকে পুলকিত করেছে।’
অনুষ্ঠানে আইনজীবী সৈয়দ নুরুর রহমান ও নুরুদ্দিন মিয়াজী বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আজিজ আহমেদ ভ‚ঁঞা, অতিরিক্ত দায়রা জজ বেগম জেবুন্নাহার, জেলা বারের সাবেক সভাপতি সৈয়দ আবদুল্লাহ পিন্টু, জহিরুল ইসলাম সেলিম, আবদুর রেজ্জাক, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ইউনূছ ভ‚ঁইয়া, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোসলেম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম খাঁন, মাহাবুবুর রহমান, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লার সভাপতি গোপাল ভৌমিক ও আবুল বাশার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।